রাজনৈতিক আন্দোলনের পুরোধা জোবায়দা খাতুন চৌধুরী
১৯২৮ সাল। সিলেটে এক সম্মেলনে অতিথি হয়ে এসেছেন কাজী নজরুল ইসলাম, মুহম্মদ শহীদুল্লাহ, শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক। মেয়েদের বসানোর ব্যবস্থা হয়েছিল পর্দার আড়ালে। অনুষ্ঠান শুরু হয়েছে। কাজী নজরুল ইসলাম গাইছেন উদ্বোধনী সংগীত। ঠিক সেই সময় জোবায়দা খাতুন চৌধুরী টান মেরে খুলে দিয়েছেন মেয়েদের আড়াল করে রাখা পর্দা। তারপর খুলে ফেলেছেন নিজের বোরখা। এমন বিদ্রোহ আগে কেউ দেখেননি।
by আফরোজা খাতুন | 13 April, 2023 | 795 | Tags : jobaida khatun choudhury politician social worker 20th century feminist